ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৫ ডিসেম্বর : ইট ভাটার নামে প্রতারনা,লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ.হত্যার হুমকি (১) (২) মোঃ মহসীন বেপারী (৪২) উপজেলা-দাউদকান্দি. জেলা-কুমিল্লা বিরুদ্ধে আমাদের পত্রিকায় টপ টেরট সন্ত্রাসী ও টপ প্রতারক আখ্যায়িত করা হয়েছে কথাঁিট সঠিক না। আসলে কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার চরমাহমুদ্দী ( পাচঁ আনি) গ্রামের মোঃ আলাউদ্দিন মুন্সীর কাছ থেকে ৩৩ লক্ষ ৬০ হাজার টাকার ইট বিক্রয় ও ক্যাশ ১৪ লক্ষ বিশ হাজার টাকা গ্রহন করে মোঃ সায়েম সরকার (৪৫) পিতা আমানউল্লাহ সরকার, প্রোপাইটার ইষ্ট্্রান ব্রিকস কর্পোরেশন, ইসলামপুর দক্ষিন নামা পাড়া, ইসলামপুর, গাজীপুর। মোঃ আলাউদ্দিন মুন্সী সরল বিশ্বাসে মোঃ সায়েম সরকারকে ৩৩ লক্ষ ৬০ হাজার টাকার ইট ক্রয় করার জন্য ও ক্যাশ ১৪ লক্ষ বিশ হাজার প্রদান করে। পরবর্তীতে মোঃ সায়েম সরকার (৪৫) মোঃ আলাউদ্দিন মুন্সীকে ন্যাশনাল কেডিড এন্ড কমার্স ব্যাংক লিঃ হইতে ১১,২০,০০০ (এগার লক্ষ বিশ হাজার টাকার) ও ৩,০০০০০ (তিন লক্ষ) টাকার চেক প্রদান করে। চেকগুলি ব্যাংক হইতে ডিজওনার হইলে মোঃ আলাউদ্দিন মুন্সী ঢাকা সি এম এম কোর্টে মামলা করে। ঢাকা সি এম এম কোর্ট মোঃ সায়েম সরকারকে গ্রেফতারী পরোয়ানা জারি করে। মোঃ সায়েম সরকার এতগুলি টাকা গ্রহন করার পর বিভিন্ন তালবাহানা শুরু করে বাদী মোঃ আলাউদ্দিন মুন্সীর সাথে। টাকাগুলি আত্মসাতের উদ্দেশে মোঃ সায়েম সরকার বাদীকে ফলস চেক প্রদান করে। মোঃ আলাউদ্দিন মুন্সীকে মামলা উঠানোর জন্য হুমকি ধামকি ও প্রাননাশের হুমকি প্রদান করতে থাকে। আদালতের মামলার তারিখে মাস্তান নিয়ে আসাসহ বিভিন্ন কার্যকলাপ করে। (চলবে)