ইট ভাটার নামে প্রতারনা,লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ.হত্যার হুমকি (১)

SHARE

mohosin 2ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৬ ডিসেম্বর : কুমিল্লা দাউদকান্দি উপজেলার চরমাহমুদ্দী ( পাচঁ আনি) গ্রামের মৃত মফিজ বেপারীর পুত্র পুত্র মোঃ মহসীন বেপারী (৪২) ইট বিক্রয়ের নামে একই গ্রামের মোঃ আলাউদ্দিনের কাছ থেকে ৩৩ লক্ষ ৬০ হাজার টাকা ও ক্যাশ ১৪ লক্ষ বিশ হাজার টাকা গ্রহন করে। মহসীন একই গ্রামের হওয়ায় সরল বিশ্বাসের মোঃ আলাউদ্দিন এতগুলি ব্যবসা করার উদ্দেশে ধার দেয়। কিন্তু মোঃ মহসীন সরল বিশ্বাসকে পুজি করে, টাকাগুলি আত্মসাৎ করে ও মোঃ আলাউদ্দিনকে জানে মেরে ফেলার হুমকি দেয়। মোঃ মহসীন দাউদকান্দি উপজেলার টপ মাস্তান। তাহার গ্রুপের সন্ত্রাসীরা এলাকায় নানা প্রকার সন্ত্রাসীতে জড়িত। ভয়ে এলাকার লোকেরা টু শব্দটি পর্যন্ত করে না। স্থানীয় প্রশাসন নীরব ভূমিকা পালন করে। রহস্যময় কারনে মোঃ আলাউদ্দিন ঢাকা কোর্ট মামলা করে। কোর্ট মামলার গ্রেফতারী পরোয়ানা দেয়। এডভোকেট মোঃ নাজিমউদ্দিন সরকার বলেন,এই গ্রুপটি টপ টেরট সন্ত্রাসী ও টপ প্রতারক। এই গ্রুপটি টাকা ফেরত দেয়ার কথা বলে,কিন্তু দেয় না। এরা মোঃ আলাউদ্দিনকে ১১ লক্ষ ও বিশ হাজার টাকা ও ৩ লক্ষ টাকার চেক দেয়।chak-1 কিন্তু ব্যাংক চেকগুলি ডিজঅনার হয়। মোঃ মহসীনের সাথে মোবাইল ফোনে কথা হলে, বলেন তাহার খালাতো বোনের জামাই মোঃ সায়েম সরকার (৪৫) টাকাগুলি নিয়েছে। আমি চেষ্টা করছি টাকা উঠানোর জন্য। ( চলবে)chak-2