ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৩ ডিসেম্বর : কুমিল্লা জেলার মেঘনা উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শাহ আলম এর বিরুদ্ধে আবারো বেপরোয়া দুর্নীতির অভিযোগে শিক্ষা অফিসে তান্ডব চালালো বঞ্চিত শিক্ষকেরা। মেঘনা উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সূত্রে জানা যায়, পূজার ছুটিতে ১৫ দিনের শ্রান্তি বিনোদন ভাতা প্রাপ্তির জন্য ১০৫ জন শিক্ষকের তালিকা প্রস্তুত করে উপজেলা শিক্ষা অফিস। উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহ আলম বরাবরের মত শিক্ষক প্রতি ৩০০ টাকা হারে চাঁদা ধার্য করে দেন। শিক্ষক নেতা মানিক মিয়া মুন্সিকে এই অর্থ উত্তোলনের দায়িত্ব দেয়া হয়। ৭৭ জন শিক্ষক চাঁদা প্রদান করায় তালিকা থেকে অপর ২৮জন শিক্ষককে বাদ দিয়ে বিল পাশ করেন এটিইও শাহ আলম। ঘুষের টাকা না দেয়ায় ২৮জন শিক্ষককে শ্রান্তি বিনোদন ভাতা থেকে বঞ্চিত করা হয়। বঞ্চিত শিক্ষকগণ শিক্ষা অফিসে এসে তান্ডব চালিয়েছেন বলে সূত্রটি হতে জানা যায়।