ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,সিলেট প্রতিনিধি,০২ ডিসেম্বর : নাটোরে নিখোঁজের পাঁচ দিন পর সিলেট থেকে ফাদার ওয়াল্টার উইলিয়াম রোজারিওকে (৪২) উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বিকালে দক্ষিণ সুরমা এলাকা থেকে তাকে উদ্ধার করেছে নাটোর জেলা পুলিশ।
আজ শুক্রবার বিকেল তিনটার দিকে সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী বাসটার্মিনালের একটি বাস কাউন্টার থেকে তাঁকে উদ্ধার করা হয়। তারপর একটি মাইক্রোবাসে করে ওয়াল্টার উইলিয়াম রোজারিওকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয় দক্ষিণ সুরমা পুলিশ।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, কাউন্টারে বসা অবস্থায় ধর্মযাজকে উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে। এরই মধ্যে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর নাটোর থেকে আকস্মিক নিখোঁজ হন ধর্মযাজক ওয়াল্টার উইলিয়াম রোজারিও। তিনি বড়াইগ্রামের জোনাইল সেন্ট লুইস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জোনাইল ধর্মপল্লির সহকারী পাল-পুরোহিত।