ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,বিনোদন প্রতিনিধি,০২ ডিসেম্বর : অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার জন্মদিন ২ ডিসেম্বর। ১৯৫৯ সালের এ দিনে জন্মগ্রহণ করেন তিনি। সুবর্ণা মুস্তাফা প্রখ্যাত অভিনেতা প্রয়াত গোলাম মুস্তাফার মেয়ে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে ডিগ্রী লাভ করেন।
আশির দশকে সুবর্ণা ছিলেন দেশের সবচেয়ে জনপ্রিয় টিভি অভিনেত্রী। বিশেষ করে আফজাল হোসেন ও হুমায়ূন ফরীদির সাথে তার জুটি ব্যাপক সমাদর লাভ করে। পাশাপাশি মঞ্চেও অভিনয় করেছেন।
১৯৮০ সালে সৈয়দ সালাউদ্দিন জাকী পরিচালিত ‘ঘুড্ডি’র মাধ্যমে সুবর্ণা চলচ্চিত্র জগতে আসেন। তবে তিনি নিয়মিত গড়পড়তা চলচ্চিত্রে অভিনয় করেননি। পালাবি কোথায়, নতুন বউ, কমান্ডার, নয়নের আলো’র মতো কিছু জনপ্রিয় সিনেমায় দেখা যায় তাকে।