কিশোরগঞ্জে দুই শিশু সন্তানসহ মাকে কুপিয়ে হত্যা

SHARE

kisoওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,কিশোরগঞ্জ প্রতিনিধি,০২ ডিসেম্বর : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় দুই শিশু সন্তানসহ মাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার হোতা আবদুল কবির মবিনকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার তারাকান্দি পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তারকান্দি পূর্ব পাড়ার মোশাররফ হোসেনের স্ত্রী তসলিমা আক্তার (২৮) এবং তার ছেলে নিলয় (১০) ও মেয়ে রাইসা (৮)।

এলাকাবাসী জানায়, মবিন নামে এক তরুণ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। মবিন তারকান্দির প্রবাসী আলম মিয়ার ছেলে। তিনি কিশোরগঞ্জ গুরু দয়াল সরকারি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। মবিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।