১০০০ পদে রিসোর্স টিচার নিয়োগ

SHARE

siksওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১১ নভেম্বর :  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামে (SESIP)-এর আওতায় শুধু প্রোগ্রামে মেয়াদের জন্য সম্পূর্ণ অস্থায়ীভিত্তিতে সাকুল্য বেতনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে নিম্নে বর্ণিত পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

পদের নাম : রিসোর্স টিচার (আরটি)

পদের সংখ্যা : ১০০০

শিক্ষাগত যোগ্যতা : যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিত/বিজ্ঞান/ইংরেজি বিষয়ে স্নাতক (পাস)/সম্মান/স্নাতকোত্তর ডিগ্রি। স্নাতক (পাস) ডিগ্রিধারীগণের গণিত/ বিজ্ঞান বিষয়ে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর/ইংরেজি বিষয়ে কমপক্ষে ৪৫ শতাংশ নম্বর থাকতে হবে। আবেদনকারীদের বিএড/ডিপ-ইন-এড/এমএড ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেয়া হবে।

সাকুল্য বেতন : ২০ হাজার ৩০০ টাকা।

বয়স : অনুর্ধ্ব ৩০ বছর এবং মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার ক্ষেত্রে বয়স অনুর্ধ্ব ৩২ বছর।

নির্বাচিত উপজেলা সমূহ : কর্মসূচীর জন্য নির্বাচিত নির্বাচিত উপজেলার তালিকায় www.sesip.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের সময়সীমা : আগামী ২১ নভেম্বর বিকাল ৫টার মধ্যে।

আবেদন পদ্ধতি : প্রার্থীকে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SESIP)-এর ওয়েবসাইটে (www.sesip.gov.bd) এর অনলাইন অ্যাপ্লিকেশন মেন্যুতে ক্লিক করে SESIP কর্তৃক নির্ধারিত আবেদন ফরম পূরণ করে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে।