ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১১ নভেম্বর : উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বন্ধ হলো মিম আক্তার নামের এক জিএসসি পরক্ষার্থীর বিয়ে। গতকাল শুক্রবার দুপুরে কালীগঞ্জ পৌর এলাকার মুনশুরপুর (টেকপাড়া) গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মু. মুশফিকুর রহমান এ বাল্যবিয়ে বন্ধ করেন। বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়া মিম আক্তার পৌর এলাকার মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জিএসসি) পরীক্ষা দিচ্ছিল।
জানা গেছে, উপজেলার মুনশুরপুর (টেকপাড়া) গ্রামের কবির হোসেনের মেয়ে মিম আক্তারের সঙ্গে মোক্তারপুর ইউনিয়নের দিঘুয়া গ্রামের আবদুস সাত্তারের ছেলে মো. মহিউদ্দিনের বিয়ের আয়োজন চলছিল। বর নরসিংদী জেলার পার্শ¦বর্তী পলাশ উপজেলার জনতা জুট মিলে শ্রমিকের কাজ করে।
গোপন সংবাদ পেয়ে পুলিশের সহযোগিতায় বর ও কনেসহ দুপক্ষের অভিভাবককে ইউএনও অফিসে ধরে নিয়ে আসা হয়। পরে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার মু. মুশফিকুর রহমানের উপস্থিতিতে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ে পক্ষ বিয়ে দিবে না এবং বরপক্ষ বিয়ে করাবে না এই মর্মে দুই পক্ষ মুচলেকা প্রদান করেন।