ওয়ার্ল্ড নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৬ নভেম্বর : কুমিল্লা মেঘনা উপজেলায় করিমাবাদ গ্রামের মৃত হাকিম মুক্তার ছেলে মোঃ হেলাল (৪০) আত্মহত্যা করেছে বিষ খেয়ে। গ্রামের মানুষ বলছে,আত্মহত্যার করে নাই,তাকে বিষ খেয়ে হত্যা হওয়ার সহযোগিতা করেছে তাহার স্ত্রী শিপু (৩৫)। তাদের তিন সন্তান আসিফ (১৬), রাব্বি (১২), মেয়ে শাহেলা (৮)। হেলাল মানিকারচর বাজারে কাপড়ের ব্যাবসা কাজ করত। গ্রামের মানুষ বলছে, তাহার স্ত্রী শিপু পরকীয়া প্রেমের কারনে সংসারে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া/বিবাদ লেগেই থাকতো। আজ লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্ত হলে বিস্তারিত জানা যাবে।