ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৩ নভেম্বর : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামী ৭ নভেম্বর সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কাছে ৮ নভেম্বর জনসমাবেশ করার অনুমতি চেয়ে আবেদন করেছে দলটি।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সমাবেশের অনুমতি চাওয়ার বিষয়টি জানিয়েছেন।
আজ শুক্রবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে সমাবেশের অনুমতি চেয়ে প্রশাসনে চিঠি পাঠানোর কথা জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘আগামী ৮ নভেম্বর আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য প্রশাসনের কাছে চিঠি দিয়েছি। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমরা সেখানে এই সমাবেশ করব। গতকাল আপনারা দেখেছেন যে, ৭ নভেম্বর উপলক্ষে আমাদের প্রস্তুতি চলছে। বিভিন্ন অঙ্গসংগঠন এটি নিয়ে প্রস্তুতি সভা করছে। আমরা আশা করি, ৭ নভেম্বরের ১০ দিনব্যাপী কর্মসূচি সফল হবে।’
সমাবেশে দলের চেয়ারপারসন খালেদা জিয়া থাকবেন কিনা প্রশ্ন করা হলে রিজভী বলেন, ‘আমরা বড় সমাবেশ করব, ম্যাডাম থাকবেন কিনা এটা পরে জানানো হবে।’
সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় নেতা সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, হাবিবুল ইসলাম হাবিব, আজিজুল বারী হেলাল, মীর সরফত আলী সপুসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঘটনাবহুল ৭ নভেম্বরকে বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে। গত বছর দিনটি উপলক্ষে সোহরাওয়াদী উদ্যান অথবা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি। তবে শেষ পর্যন্ত দলটি সমাবেশের অনুমতি পায়নি।