ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৩ নভেম্বর : প্রথমবারের মত রোহিঙ্গাদের দেখতে গিয়ে মিয়ানমারের নেত্রী অং সান সু চি ‘বিবাদ বন্ধের’ আহ্বান জানিয়েছেন। গত ২৫ অাগস্ট রাখাইনের ওই অঞ্চলে নতুন করে সেনা অভিযান শুরুর পর ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বুধবার রাতেও সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে কয়েক হাজার রোহিঙ্গা।
আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার মধ্যে আগাম কোনো ঘোষণা না দিয়েই সকাল ৯টায় রাখাইন রাজ্যের সিটুয়ে থেকে একটি সামরিক হেলিকপ্টারে চড়ে মংডুর উদ্দেশ্যে রওনা হন সু চি। মংডুতে গিয়ে সড়কপথে রোহিঙ্গাদের এলাকায় যান সু চি। তিনি গাড়ি থেকে নেমে রাস্তায় জড়ো হওয়া মানুষের সঙ্গে কথা বলেন।
তিনি শুধু তিনটি বিষয় বলেছেন- প্রথমত, তাদের শান্তিপূর্ণভাবে বসবাস করতে হবে। দ্বিতীয়ত, সরকার তাদের সহায়তা করবে। তৃতীয়ত, নিজেদের মধ্যে বিবাদ করা উচিৎ নয়।
রাখাইন পরিদর্শনকালে সেনা ও পুলিশ কর্মকর্তাসহ প্রায় ২০ জন সু চির সঙ্গে ছিলেন। তাদের মধ্যে এক ব্যবসায়ী ছিলেন, যার ওপর এক সময় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ছিল।
গত মাসে রোহিঙ্গাদের রাখাইনে পুনর্বাসন শুরুর ঘোষণা দিয়ে ধনী ব্যবসায়ীদের কাছে সহযোগিতা প্রত্যাশা করেন এই নারী নেত্রী।
মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে ঠাঁই নেওয়া রোহিঙ্গা যাদের রাখাইনে বসবাসের প্রমাণ পাওয়া যাবে তাদের ফিরিয়ে নেওয়ার কথা জানায় দেশটির সরকার।
রোহিঙ্গাদের ফিরে নেওয়া নিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আলোচনা প্রক্রিয়াধীন। তবে এখনো বিষয়টির কোনো কূল-কিনারা হয়নি।