ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০১ নভেম্বর : বিমান নিয়ে ‘নাশকতার পরিকল্পনা’র অভিযোগে গ্রেফতার বাংলাদেশ বিমানের ফার্স্ট অফিসার (কো-পাইলট) সাব্বির এনামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ বুধবার সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন বাংলাদেশ বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ।
গত সোমবার দিবাগত রাত দুইটা থেকে গতকাল মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত রাজধানীর মিরপুরের দারুস সালামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র্যাব সাব্বির এমামসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। সাব্বির বিমানের ফার্স্ট অফিসার হলেও তিনি সেপ্টেম্বর মাসে দারুস সালাম এলাকায় র্যাবের অভিযানের সময় নিহত জঙ্গি আবদুল্লাহর ‘সহযোগী’। র্যাবের দাবি, বিমান চালিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের বাসভবনে আঘাত করার পরিকল্পনা ছিল তার।
র্যাবের পরিচালক (গণমাধ্যম) কমান্ডার মুফতি মাহমুদ খান গতকাল সংবাদ ব্রিফিংয়ে জানান র্যাব কর্মকর্তা জানান, সাব্বির ২০০৯ সালে বাংলাদেশ ফ্লাইং একাডেমি থেকে বিমান চালনার প্রশিক্ষণ নেন। ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজে চাকরি করেন। এ সময় স্পেন থেকে বিশেষ প্রশিক্ষণ নেন তিনি।
সাব্বির তুরস্ক থেকেও বিমান চালনার ওপর প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি দুবাই, কাতার, মাসকাট, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ছাড়াও অন্যান্য দেশেও বিমানের কো-পাইলট হিসেবে কাজ করেছেন।
র্যাব জানিয়েছে, গত সেপ্টেম্বরে দারুসসালামে জঙ্গিবিরোধী অভিযানকালে নিহত আত্মঘাতী জেএমবি সদস্য মীর আকরাবুল করিম ওরফে উপল ওরফে আবদুল্লাহ পাইলট সাব্বিরের বাড়িতে ভাড়া থাকতেন।