ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,বরিশাল প্রতিনিধি,১৪ অক্টোবর : ফরিদপুরে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে তিনটি গাড়ির গ্লাস ভেঙে গেছে। এ ঘটনায় ওসিসহ আহত হয়েছেন অন্তত পাঁচজন। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের তালমা মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র নিশ্চিত করেছে, এ হামলায় সংসদ উপনেতার গাড়িবহরের তিনটি গাড়ি ভাংচুর করা হয়েছে। হামলার সময় দূর থেকে গুলির শব্দ শোনা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পোস্টার ও গেট ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে বিকাল সোয়া তিনটার দিকে সংসদ উপনেতার ছেলে আয়মন আকবর বাবলু চৌধুরী ও নগরকান্দা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন মিয়ার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এর কিছুক্ষণ পরই ২৫ থেকে ৩০টি গাড়িবহর নিয়ে সেখানে উপস্থিত হন সাজেদা চৌধুরী। এ সময় বিক্ষুব্ধ কর্মীরা গাড়িবহর লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে কয়েকটি গাড়ির গ্লাস ভেঙে যায়। এতে বেশ কয়েকজন আহত হন। তবে সংসদ উপনেতা অক্ষত আছেন বলে জানা গেছে।