আজ অপুর জন্মদিন

SHARE

1507702656ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,বিনোদন প্রতিনিধি,১১ অক্টোবর : চলচ্চিত্র অভিনেত্রী  অবন্তী বিশ্বাস অপুর আজ জন্মদিন। ২০০৪ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমায়  প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তিনি।

এ সিনেমায় প্রধান চরিত্র না পেলেও বছর দুয়েক পর ২০০৬ সালে এফ আই মানিক পরিচালিত  ‘কোটি টাকার কাবিন’ ছবির প্রধান নায়িকা হিসেবে অভিনয় শুরু করেন অপু বিশ্বাস। তাও আবার ঢালিউডের কিং খানখ্যাত অভিনেতা শাকিব খানের বিপরীতে।

ছবিটি বক্স অফিসে হিট করায় অপু বিশ্বাস রাতারাতি তারকায় পরিণত হন। শাকিব-অপু জুটি দর্শকদের কাছে গ্রহণযোগ্যতা পায়।

এখান থেকেই শুরু হয় অপু বিশ্বাসের মূল পথচলা। নির্মাতা, কলাকুশলী ও দর্শকদের হইহুল্লোড় আর ব্যবসায়িক সফলতার আরেক নাম হয়ে ওঠে শাকিব-অপু। এ জুটি নিয়ে নির্মাতারা হুমড়ি খেয়ে পড়েন সিনেমা তৈরিতে।

রেসের  ঘোড়ার মতো অপু বিশ্বাস ছুটতে থাকেন।  একে একে উপহার দেন-  ‘চাচ্চু’, ‘দাদি মা’, কথা দাও সাথী হবে’, ‘মনে প্রাণে আছো তুমি’ ‘মিয়া বাড়ির চাকর’, ‘জন্ম তোমার জন্য’, ‘পিতার আসন’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’‘রাজনীতি’ পাঙ্কু জামাই’, ‘মা’,  ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, তোমার জন্য মরতে পারি’সহ অসংখ্য সুপারহিট ব্যবসা সফল ছবি।

এরই মধ্যে চলচ্চিত্র অঙ্গন থেকে হারিয়ে গেলেন অপু বিশ্বাস। মিডিয়া তাকে খুঁজে পায় না। লোকচক্ষুর অন্তরালে থেকে গেলেন প্রায় বছরখানেক।

 

অবশেষে রহস্য উন্মোচন হল। এরপর একদিন অপু বিশ্বাস কোলে এক শিশুকে নিয়ে ফিরে এলেন একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে । দাবি করলেন এই সন্তান কিং খান শাকিব খানের।

মিডিয়ায় ঝড় উঠল। শুনে শাকিব খান এলেন গণমাধ্যমে। জানালেন তার কথা- সন্তানের দায়িত্ব নেব কিন্তু অপুকে নয়। শাকিব খানের ক্যারিয়ারের কথা চিন্তা করে বিয়ের খবর ৯ বছর গোপন রাখলেও সন্তানের ভবিষ্যৎ বিবেচনায় মিডিয়ায় সব কিছু প্রকাশ করলেন অপু বিশ্বাস।

শুরু হল পাল্টাপাল্টি বিবৃতি। অবশেষে কিং খান নিজের ক্যারিয়ারের কথা ভেবে স্ত্রী ও সন্তানকে ঘরে তুলে নিলেন। কিন্তু ফের বিপত্তি- একমাত্র সন্তান আব্রাম খান জয়ের জন্মদিন ঘিরে। সন্তানের জন্মদিনে নেই শাকিব।

অপু ফিরে এলেন নতুন দীর্ঘ বিরতির পর। আবারও ক্যামেরার সামনে দাঁড়ালেন। অভিনয় করছেন ‘পাঙ্কু জামাই’ ছবির বাকি থাকা দৃশ্যগুলোতে। গতকাল গাজীপুরে শাকিব খানের বাংলো বাড়ি ‘জান্নাত’-এ শেষ হয়েছে ছবিটির বাকি থাকা দৃশ্যের শুটিং।

 

এর বাইরেও সম্প্রতি বিজ্ঞাপন ও বিভিন্ন অনুষ্ঠানে নাচের পারফর্ম নিয়ে ব্যস্ত রয়েছেন অপু বিশ্বাস। পাশাপাশি একমাত্র সন্তান আব্রাম খান জয়কে নিয়ে তো তার ব্যস্ততার শেষ নেই।

আজ নিজের জন্মদিন নিয়ে কোনো পরিকল্পনা নেই তার।  অপু বলেন, ‘বিশেষ কোনো পরিকল্পনা নেই। তবে দিনের কোনো একটি সময় আমি আমার আদরের সন্তান জয়কে নিয়ে কোথাও যাব।

মা ও ছেলে একসঙ্গে কোথাও সময় কাটাব। খাওয়া দাওয়া করব। নিজের জন্মদিনে এর আগেও আমি তেমন কোনো সেলিব্রেট করিনি। আমি সবসময়ই মনে করি জন্মদিনে আমার ভক্ত দর্শকের শুভেচ্ছা, ভালোবাসাই আমার জন্য অনেক বড় উপহার।

সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালো থাকি, সুস্থ থাকি। আমার ক্যারিয়ারের আজকের পর্যন্ত যারাই আমার পাশে ছিলেন সবসময় তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’