রক্তের দাগ থাকলে রাজনীতিতে ঢুকতে দেয়া হবে না খালেদাকে

SHARE

291রক্তের দাগ থাকলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতিতে ঢুকতে দেয়া হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শনিবার সকালে ফেনী শহরের মিজান ময়দানে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)`র জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ক্ষমতার জন্য গণতন্ত্রের মুখোশধারী জঙ্গি খালেদা জিয়া জামায়াতকে নিয়ে বিদেশি নাগরিক হত্যা, মুসজিদে গুলি ও আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশে অরাজকতার সৃষ্টি করছে। রক্তের দাগ থাকলে খালেদাকে এদেশের রাজনীতিতে আর ঢুকতে দেয়া হবেনা।

বাংলাদেশে আর কোনো দিন রাজাকারদের সরকারকে ক্ষমতায় আসতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তথ্যমন্ত্রী।

জাসদের ফেনী জেলা সভাপতি সফিউদ্দিন আহমেদ বেলাল সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদের কেন্দ্রীয় নেত্রী শিরিন আখতার, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া প্রমুখ।