কুমিল্লার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দুর্নীতির অভিযোগ আপোষ মিমাংশায় নিষ্পত্তি

SHARE

bgtওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,কুমিল্লা প্রতিনিধি,০২ আগস্ট : কুমিল্লা জেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নূরুল ইসলামের বিরুদ্ধে আনিত ২০ দফা দুর্নীতির অভিযোগ আপোষ নিষ্পত্তি হয়েছে মর্মে একটা সূত্র হতে জানা গিয়েছে। সূত্রটি জানায়, মেঘনা উপজেলার শিক্ষা কর্মকর্তা কর্তৃক আনিত ২০ দফা অভিযোগটি গত ৩১ জুলাই সোমবার এডিসি শিক্ষা কর্তৃক তদন্তের জন্য ধার্য ছিল। অভিযোগের পক্ষে-বিপক্ষে বেশ কিছু শিক্ষক-কর্মকর্তা ডিসি অফিস চত্ত্বরে বিকাল ৫.০০ টা থেকে সমবেত হতে থাকে। মেঘনা উপজেলা থেকে ১০/১২ জন শিক্ষকের একটা দল অভিযোগ প্রমানের জন্য সমবেত হয়। অন্য দিকে মানিক মিয়া মুন্সির নেতৃত্বে ৫/৬ সদস্যের অপর একটা গ্রুপ অভিযোগের বিপক্ষে অবস্থান নেয়। প্রাথমিক শিক্ষা বিভাগের কিছু কর্মকর্তাদেরকেও ডিসি অফিস চত্ত্বরে আনাগোনা করতে দেখা যায়। এক পর্যায়ে মুরাদনগর উপজেলার শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান ও চান্দিনা উপজেলার শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মামুন এর মধ্যস্থতায় বিষয়টি সমঝোতার মাধ্যমে চূড়ান্ত আপোষ-নিষ্পত্তি হয়। সুত্র মতে, সোমবার সকালে জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম অভিযোগকারীকে নিজের অফিসে ডেকে নিয়ে মহানুভবতার পরিচয় দেন। তিনি অভিযোগকারীকে আলিঙ্গন করে সকল ভেদাভেদ ভুলে একসাথে পথ চলার আহবান জানান। এ সময় সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম এবং কয়েকজন উপজেলা শিক্ষা কর্মকর্তা উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে দীর্ঘ আলোচনার পর উভয়পক্ষ পারষ্পরিক অভিযোগ প্রত্যাহারে সম্মত হয়ে জেলা কর্মকর্তার গাড়ীতে একযোগে সিভিল সার্জন অফিসে চলমান প্রশিক্ষণে যোগ দেন। প্রশিক্ষণ শেষে মধ্যস্থতাকারীদের সহায়তায় উভয়পক্ষ তদন্তকারী কর্মকর্তার নিকট গিয়ে সমঝোতার মাধ্যমে পারষ্পরিক অভিযোগ প্রত্যাহার করে নেন। এর ফলে কুমিল্লা জেলার প্রাথমিক শিক্ষায় দীর্ঘদিনের আলোচিত সমস্যাটির সম্মানজনক পরিসমাপ্তি ঘটলো।