ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,হোমনা (কুমিল্লা) প্রতিনিধি,২৬ জুলাই : কুমিল্লার হোমনার দ্বাড়িঁগাও গ্রামের মেধাবী ছাত্রী সুমাইয়া তাসনিম ঐশীর ধারাবাহিক সাফল্য অব্যহত রয়েছে। সে এইচএসসি পরীায় ২০১৭ সালে ঢাকা রাজউক উত্তরা মডেল কলেজ থেকে মানবিক বিভাগে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। তার মোট প্রাপ্ত নম্বর ১ হাজার, ১শ’ ১৭।
পরিবার সূত্রে জানা যায়, ঐশী ২০১৫ সালে এসএসসি পরীক্ষায় কুমিল্লার হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন জিপিএ-৫ সহ টেলেন্টপুলে বৃত্তি ও কুমিল্লা বোর্ডে মানবিক বিভাগে মেধা তালিকায় মেয়েদের মধ্যে প্রথম স্থান অর্জন করে। ২০১২ সালে একই বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে টেলেন্টপুলে বৃত্তিসহ উপজেলায় মেধা তালিকায় প্রথম ও কুমিল্লা জেলায় মেধা তালিকায় তৃতীয় স্থান অর্জন করে এবং ২০০৯ সালে অনুষ্ঠিত পিএসসি পরীায় হোমনা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে টেলেন্টপুলে বৃত্তিসহ উপজেলায় মেধা তালিকায় প্রথম ও জাতীয় পর্যায়ে ১৭তম স্থান অধিকার করে।
সে বিশিষ্ট শিক্ষানুরাগী এটিএম মোস্তফা ও শাহীনুর আক্তারের দুই মেয়ের মধ্যে ছোট। সে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে চায়। ঐশীর উজ্জল ভবিষ্যত কামনায় তার বাবা-মা সকলের নিকট দোয়া প্রার্থী।