ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,হোমনা (কুমিল্লা) প্রতিনিধি,২৬ জুলাই : ‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশী ফলের গাছ লাগাই’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার হোমনায় তিন দিনব্যাপী ফলদ বৃ মেলার উদ্বোধন করা হয়েছে। ২৫ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে একটি র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদনি শেষে শিল্পকলা একাডেমি চত্বরে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আমির হোসেন ভূঁইয়া।
পরে উপজেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ¦ মো. আমির হোসেন ভূইয়া, উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক একেএম ছিদ্দিকুর রহমান আবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, পৌর মেয়র এডভোকেট মোঃ নজরুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোশারফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জুলফিকার আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান মো. নাজিরুল হক ভূইয়া, সফল কৃষক লাল মিয়া প্রমুখ। পরে বিভিন্ন শিা প্রতিষ্ঠানে বনাজি, ঔষধী ও ফলদ বৃরে চারা বিতরণ করা হয়।