ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নেত্রকোনা প্রতিনিধি,২৪ জুলাই : জেলার মদন উপজেলায় দোকান থেকে সিগারেটের প্যাকেট চুরির অভিযোগ এনে মাজাহারুল ইসলাম নামে ৫ বছর বয়সি এক শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় এক ফুটপাত ব্যবসায়ীর বিরুদ্ধে। রবিবার দুপুরে উপজেলার জাঙ্গীরপুর সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে মদন এলাকা থেকে শিশু মাজাহারুল উপজেলা পরিষদের সামনে যায়। এ সময় শান্ত মুন্সির দোকান থেকে সিগারেটের একটি প্যাকেট হাতে নেয় শিশুটি। টের পেয়ে দোকানদার শিশুটিকে ধরে দোকানের পাশে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন। তাকে ভয়ভীতি দেখিয়ে চড়-থাপ্পড় দেওয়া হয়। ঘণ্টা খানেক বেঁধে রাখার পর ঘটনাটি দেখে স্থানীয় লোকজন শিশুটির বাঁধন খুলে দেন।
দোকানদার শান্ত মুন্সি বলেন, ‘শিশুটি দোকান থেকে সিগারেটের প্যাকেট চুরি করে নিয়ে যাচ্ছিল। এ সময় তাকে আটক করে কিছু সময়ের জন্য গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। তাকে মারধর করা হয়নি।’
শিশুটির বাবা আজাহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘ব্যবসায়ী শান্ত মুন্সি আমার ছেলেকে চুরির অপবাদ দিয়ে এক ঘণ্টার মতো বেঁধে রেখেছেন। তাকে মারধর ও ভয়ভীতি দেখানো হয়েছে। আমরা গরিব মানুষ কার কাছে বিচার চাইব।’
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজেদুর রহমান জানান, ঘটনাটি শুনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু সেখানে গিয়ে শিশুটি বা অভিযুক্ত শান্ত মুন্সিকে পাওয়া যায়নি। তবে খোঁজ নিয়ে জানা গেছে আটকে রাখা শিশুটির নাম মাজাহারুল। তবে পুলিশ অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা করছে।