ঘুষের টাকাসহ হাতেনাতে ধরা প্রধান নৌ প্রকৌশলী

SHARE

4-10ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৮ জুলাই :  পাঁচ লাখ টাকা ঘুষ গ্রহণের সময় নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী  এ কে এম ফখরুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে মতিঝিলে তার নিজ কার্যালয় থেকে গ্রেপ্তার করে দুদকের একটি দল।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বলেন, ফখরুল ইসলাম একজন ঠিকাদারের কাছ থেকে ঘুষ নেবেন—বিষয়টি আগে থেকে জানত দুদক। সে অনুযায়ী দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে একটি দল আগে থেকে ফাঁদ পেতে ছিল।

বেলা দুইটার দিকে ওই ঠিকাদারের কাছ থেকে পাঁচ লাখ টাকা নিচ্ছিলেন ফখরুল ইসলাম। এ সময় তাকে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর নৌপরিবহন অধিদপ্তরের ওই কর্মকর্তাকে মতিঝিল থানায় আনা হয়। তার বিরুদ্ধে দুর্নীতির মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।