গোমাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি, গ্রেপ্তার ৬৫

SHARE

imagesওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,আন্তর্জাতিক প্রতিনিধি,১৭ জুলাই :  স্পেনসহ ইউরোপের কয়েকটি দেশে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি ও প্রক্রিয়াজাতকরণ চক্রের ৬৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ইউরোপীয় ইউনিয়নের পুলিশ।

ইউরোপের আটটি দেশে প্রায় চার বছর ধরে তদন্তের পর অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

ইউরোপোল জানায়, এই চক্রটি সারা ইউরোপে গরুর মাংসের নামে ঘোড়ার মাংস বিক্রি করে আসছিল। এসব মাংস মানুষের খাওয়ার উপযোগী নয়।

ইউরোপোলের কর্মকর্তারা জানান, ২০১৩ সালে আয়ারল্যান্ডে প্রথমে সন্দেহ থেকে পরীক্ষা করে দেখা গিয়েছিল যে, সেখানে আসলে গোমাংসের নামে আসলে ঘোড়ার মাংস বিক্রি করা হচ্ছে। তখন সেখানে ঘোড়ার মাংস দিয়ে তৈরি বিফ বার্গার বাজারে বিক্রি করা হচ্ছিল।

সেই সময়ে এক ব্যবসায়ীর ক্লু নিয়েই এই তদন্তের শুরু। তদন্তকারী কর্মকর্তারা দেখেছেন যে, খুবই বৃদ্ধ ও অসুস্থ ঘোড়াকে বিক্রির জন্যে স্পেন ও পর্তুগালে জবাই করা হচ্ছে এবং বিক্রির জন্যে বেলজিয়ামে পাঠানো হচ্ছে।

তার আগে স্পেন পুলিশ গত এক বছর ধরে এই তদন্ত চালাচ্ছিল। তাদেরকে সহযোগিতা করেছে বেলজিয়াম, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, রোমানিয়া, সুইজারল্যান্ড এবং যুক্তরাজ্যের পুলিশ।