ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৭ জুলাই : ঢাকার বনানীতে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে বাসায় নিয়ে এক টিভি অভিনেত্রীকে ধর্ষণের মামলার আসামি বাহাউদ্দিন ইভান প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ স্বীকার করে নিয়েছে।
বাহাউদ্দিনকে গ্রেপ্তারের বিষয়ে আজ শুক্রবার নিজেদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফ করে র্যাব।
ব্রিফে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় খালার বাড়ি থেকে বাহাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১১-এর একটি দল এই অভিযান চালায়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মামলার এজাহারে যেসব অভিযোগ এসেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেসব বিষয়ে সে স্বীকারোক্তি দিয়েছে’।
ঢাকার বনানী এলাকার ব্যবসায়ী বোরহানউদ্দিনের ছেলে ইভানের (২৮) বিরুদ্ধে গত বুধবার মামলা হওয়ার পর বৃহস্পতিবার বিকালে নারায়ণঞ্জের মাসদাইরের পূর্ব দেওভোগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
গত মঙ্গলবার রাতে ইভান বনানী ২ নম্বর সড়কে নিজের বাসায় ডেকে নিয়ে টিভি অভিনেত্রী ওই তরুণীকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
মামলার এজাহারে ওই তরুণী অভিযোগ করেন, ১১ মাস আগে ফেসবুকে বাহাউদ্দিনের সঙ্গে তার বন্ধুত্ব হয়। মঙ্গলবার রাতে তাকে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে বাড়িতে আমন্ত্রণ জানান। তিনি বাড়িতে গেলে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে ধর্ষণ করেন। এরপর রাত সাড়ে তিনটার দিকে বাহাউদ্দিন তাকে বাড়ি থেকে বের করে দেন।
ন্যাম ভিলেজের ওই অ্যাপার্টমেন্টে বাহাউদ্দিন দ্বিতীয় স্ত্রী, দুই সন্তান, মা-বাবা ও ভাইদের সঙ্গে থাকতেন। বাহাউদ্দিনের বাবা ব্যবসায়ী।
আপন জুয়েলার্সের মালিকের ছেলের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ নিয়ে তোলাপাড়ের দুই মাসের মধ্যে ওই এলাকায় আবারও ধর্ষণের মামলা হলে বৃহস্পতিবার পুলিশ ইভানের বাসায় অভিযানে যায়।
কিন্তু সেখানে তাকে না পেয়ে কয়েকজনের জবানবন্দি নেওয়া হয়েছে। তারা ওই তরুণীকে মঙ্গলবার রাতে ওই বাসা থেকে বের হতে দেখার কথা পুলিশকে জানান।
মুফতি মাহমুদ খান জানান, বুধবার পুলিশ যখন ওই বাড়িতে গিয়েছিল, ইভান তখন ছাদে লুকিয়ে ছিলেন। পুলিশ চলে যাওয়ার পর তিনি বনানী চেয়ারমান বাড়ি এলাকায় আত্মগোপন করেন।
সেখান থেকে উত্তরার দক্ষিণখানে গিয়ে এক আত্মীয়র বাসায় রাত কাটানোর পর বৃহস্পতিবার নারায়াণগঞ্জে যান ইভান। মাসদাইরের পূর্ব দেওভোগ এলাকায় এক খালার বাসায় আশ্রয় নেন তিনি।
‘স্বজনদের সহযোগিতায়’ বিকালে ওই বাড়ি থেকেই র্যাব ইভানকে গ্রেপ্তার করে বলে মুফতি মাহমুদ জানান।