অপহৃত ফরহাদ মজহার যশোরে উদ্ধার: র‌্যাব

SHARE

forhad_86222ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,যশোর প্রতিনিধি,০৪ জুলাই :  ঢাকা থেকে অপহৃত বিশিষ্ট কবি ফরহাদ মজহারকে যশোর থেকে উদ্ধারের কথা জানিয়েছে র‌্যাব।  ফরহাদ মজহারকে অপহরণ করে একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে এমন তথ্য পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী তার মোবাইল ফোন ট্র্যাকিং শুরু করে। মোবাইল ফোন ট্র্যাক করে খুলনা অঞ্চলে অবস্থান শনাক্ত হওয়ার পর অভিযানের মধ্যে সোমবার রাতে যশোরের নওয়াপাড়ায় একটি বাসে পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম বলেন, ‘রাত ৯টা ২৫ মি‌নি‌টে খুলনার শিববা‌ড়ি মোড়স্থ হা‌নিফ প‌রিবহ‌নের ৫০৫ নম্বর কোচের আই-৩ সি‌টে ফরহাদ মজহার ঢাকার প‌থে রওয়ানা হন। পরে পথে তা‌কে অভয়নগররের নোয়াপাড়ায় বাস থামিয়ে তাকে উদ্ধার করা হয়।  তাকে অভয়নগর থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে।।’

তবে এই র‌্যাব কর্মকর্তা উদ্ধারের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি। রাতে খুলনা র‌্যাব অফিসে প্রেস ব্রিফিং হবে।

এর আগে, সোমবার রাত সাড়ে ১১টায় যশোরে পাওয়ার তিন ঘণ্টা আগে ফরহাদ মজহারকে খুলনায় নিজের রেস্তোরাঁয় দেখার দাবি করেছিলেন ‘নিউ গ্রীল হাউস’র মালিক আব্দুল মান্নান। খুলনার নিউ মার্কেটের সামনে এই রেস্তোরাঁটি। মান্নানের কাছে খবর পাওয়ার পর র‌্যাব জোর অনুসন্ধান শুরু করে।

প্রসঙ্গত, সোমবার ভোর চারটার দিকে ফরহাদ মজহার একজন পরিচিত ব্যক্তির ফোন পেয়ে বাসা থেকে বেরিয়ে যান বলে তার পারিবারিক সূত্রে জানা যায়।এরপর থেকে আর তার সন্ধান পাওয়া যাচ্ছে না। এরপর সকাল ১০টার দিকে ফরহাদ মজহারের এক আত্মীয় আদাবর থানায় গিয়ে মৌখিক অভিযোগ জানানোর পর পুলিশ বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে।