ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৫ জুন : বিশেষ বিসিএস’এ মাধ্যমে পর্যায় ক্রমে ১০ হাজার ডাক্তার নিয়োগ দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহষ্পতিবার এ বিষয়ে প্রশাসনিক অনুমোদন দিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা জানিয়ে বলেন, ‘বিশেষ বিসিএস মাধ্যমে ১০হাজার ডাক্তার পর্যায় ক্রমে নিয়োগ দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে এ ব্যাপারে প্রশাসনিক অনুমোদন দিয়েছেন।
তিনি বলেন, তৃণমূলের গরীব মানুষের স্বাস্থ্য সেবা সঠিক ভাবে নিশ্চিত করার লক্ষেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বর্তমান সরকারের সময়ে বিগত ৩ বছরে বিসিএসএর মাধ্যমে প্রায় ৭ হাজার ডাক্তার নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে ৩৩তম বিসিএস এ ৬ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে তাদের উপজেলা পর্যায়ে পদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের তথ্য অনুযায়ী, দেশে ৭৫ হাজারের মত নিবন্ধিত চিকিৎসক থাকলেও স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে সরকারি চাকরিতে আছেন ২২ হাজারের মত চিকিৎসক।