ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৫ জুন : আজ রবিবার সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার সৌদিতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সৌদি সুপ্রিম কোর্টের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি ঈদ উদযাপনের খবর প্রকাশ করেছে। আরব নিউজ। সৌদি আরবের জাতীয় মসজিদ রিয়াদের ধিরা মসজিদে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও মক্কার হারাম শরিফ, মদিনার মসজিদে নববিসহ বিভিন্ন প্রদেশে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
আরব ইউনিয়ন অব অ্যাস্ট্রনমি অ্যান্ড স্পেস সায়েন্সেস-এর জ্যোতিষী খালিদ আল জাক এক টুইটার বার্তায় রোববার ঈদ উদযাপনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখার প্রেক্ষিতে রোববার এক সঙ্গে সৌদি আরব, জর্ডান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাইয়ে ঈদুল ফিতর পালন করার সিদ্ধান্তের খবর পাওয়া গেছে।
দেশটিতেও আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে সৌদি-আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের আরও অনেক দেশে আজ রবিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।