চট্টগ্রামে ভুয়া সাংবাদিক গ্রেফতার

SHARE

zasdওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,চট্টগ্রাম ব্যুরো,২৩ জুন : চট্টগ্রামের খুলশী এলাকায় মার্কিন যুক্তরাষ্ট্র নাগরিকের হাতে থেকে ব্যাগ টান দিয়ে নিয়ে যায় দুই ছিনতাইকারী। পুলিশ মো. নাগর পন্ডিত (২৬) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।

মার্কিন নাগরিক ডানা হুডসন ম্যাকলাসিন এশিয়ান ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন।

বুধবার রাতে এ ঘটনা ঘটার পর বৃহস্পতিবার রাতে ওই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ল্যাপটপ, আইপড ও ই-রিডার উদ্ধার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলনে জানান, খুলশী এলাকায় বাসায় ফেরার গাড়ির জন্য অপেক্ষা করছিলেন যুক্তরাষ্ট্র নাগরিক ডানা । এ সময় সিএনজি অটোরিকশা করে এসে হাতে থাকা ব্যাগটি টান দিয়ে নিয়ে যায় দুই ছিনতাইকারী। ব্যাগে ল্যাপটপ, আইপড, ই-রিডার, মুঠোফোন, আমেরিকান ড্রাইভিং, লাইসেন্স, ব্যাংক কার্ড ও নগদ সাত হাজার টাকা ছিল।

শওকত আলী জানান, গ্রেফতার হওয়া ছিনতাইকারী নাগর পন্ডিতের কাছ থেকে দৈনিক সংবাদ মোহনা নামের একটি পরিচয়পত্র উদ্ধা করা হয়েছে। নাগরকে পরিচয়পত্রে তথাকথিত এই পত্রিকার ড্রাইভার বলা হয়েছে।

পরিচয়পত্রের বিপরীতে জাহাঙ্গীর আলম শুভ নামের একজনের নাম রয়েছে। তার পরিচয়ে মোহনা টিভির স্টাফ রিপোর্টার লেখা হয়েছে।

এ ঘটনায় খুলশী থানায় মামলা দায়ের করেন যুক্তরাষ্ট্রের নাগরিক।