ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,মাজহারুল ইসলাম,২২ জুন : হোমনার প্রায় প্রতিটি গ্রামেই চলছে চুরি, জুয়া, ব্ল্যাক’ মেইলিং, ইভ-টিজিং, মাদকাসেবন কারী, অনেকটা ডাকাতের মতোই চলছে নানাহ অপরাধ। এমন অপরাধীদের হাত থেকে মুক্তি পাচ্ছেনা কেউ। সার্বাক্ষনিক পুলিশের অভিযান তৎপরতা থাকলেও প্রতিদিনই চলেছে এমন সব অপরাধীদের সংখ্যা। অপরাধীরা নতুন নতুন কায়দায় অপরাধ করছে এমনই ধারনা করা হয়। চলতি মাসের অভিজ্ঞতা ও পর্যবেক্ষন জানাযায় এসব তথ্য। চলতি মাসের ১২ তারিখে চুরি হয় রামকৃষ্ণপুর ইসলামী শিশুসদন মাদ্রাসার শিক্ষক ও বাজার সংলগ্ন জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জহিরুল ইসলামের বাড়ীতে। হা: মা: জহিরুল ইসলাম জানান তারাহবীর নামাজ শেষে বাড়িতে যায় রাত দশটার দিকে। খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে যায়। রাত দুইটার দিকে সেহরী খাওয়ার জন্য ঘুম থেকে উঠে দেখেন তার এই দুর্দশা। চুরি যাওয়া জিনিসগুলোর মধ্যে প্রায় দুই লক্ষ্য টাকা ও প্রায় ৭/৮ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। প¦ার্শবর্তী বাড়ীর লোকজন দেখেও কোন সন্দেহ বা চিিহ্নত করতে পারেনি। এই গ্রামের নিত্যদিনই ঘটছে ছিনতাই আর মাদকা সেবীদের রাতভোর ঘুরাফেরা। স্কুল কলেজের ছাত্রীদের আসা ও যাওয়ার পথে উত্ত্যেক্ত করে ভখাটে ছেলোর। এসব বখটেদের বিরুদ্ধে অভিয়োগ তুলেন এলাকার খেটে খাওয়া মানুষেরাও বিশেষ করে অভিযুক্তরা চান্দেরচর উউনিয়নের পশ্চিম শোভারামপুরের রাস্তা হইতে রামকৃষ্ণপুর কলেজের প্রায় দুইশ গজ দক্ষিনের পূর্বদিকে যাওয়ার রাস্তা রাকৃষ্ণপুর কবরস্থান থেকে শুরু করে শষাণ পর্যন্ত এদিকেই অবস্থান নেয়। অপরদিকে পুলিশ পরিচয় ডাকাতি ও ভয় দেখিয়ে টাকা আদায়ের একাধিক অভিযোগ পাওয়া গেছে। প্রকৃত পক্ষে এরা পুলিশের লোক নয় বলে এমনই জানাগেছে থানার খোঁজ নিয়ে। এসব রামকৃষ্ণপুর সহ কয়েকটি গ্রামের গুনীজনদের মতপ্রকাশে জানা যায় পুলিশের ছদ্মবেশী অভিযানোর কারনেই অপরাধীরা পুলিশের নাম করন করে অপরাধ কর্ম করে থাকে।
তাহারা ইমাম সাহেরের বাড়ীতে চুরি ও সকল উল্লেখিত অপকর্মের অবসান চেয়ে আইন শৃংখলা বাহিনীর বিশেষ টিমের মাধ্যমে সঠিক অনুষন্ধানের অনুরোধ জানান।