রাজধানীতে ছিনতাইকারীদের মাইক্রোচাপায় মুরগি ব্যবসায়ী নিহত

SHARE
dmc_84643ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২২ জুন :  রাজধানীর শাহবাগ থানা এলাকার মৎস্যভবন মোড়ে ছিনতাইকারীদের মাইক্রোবাসচাপায় এক মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত মো. সজীব (২০) মুরগি বিক্রেতা। আহত হযরত আলী তার মামা। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরে।
ঢাকা মেডিকেল ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, বুধবার রাত ১টার দিকে পথচারীরা দুজনকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করেন।
হযরত আলীর বরাত দিয়ে তিনি বলেন, মামা-ভাগ্নে দুজন ফার্মগেট এলাকা থেকে  ভ্যান নিয়ে মুরগি কিনতে কাপ্তান বাজার যাচ্ছিলেন। মৎস্যভবনের সামনের রাস্তায় একটি মাইক্রোবাস পেছন থেকে ওই ভ্যানকে ধাক্কা দিলে দুজন ছিটকে পড়েন। তখন মাইক্রোবাসকে থেকে কয়েকজন যুবক বেরিয়ে এসে সজীবের সঙ্গে থাকা ৮ হাজার টাকা ছিনিয়ে নেয়।
যাওয়ার পথে মাইক্রোবাসটি সজীবকে চাপা দেয়, হযরত আলীও গাড়ির ধাক্কা খান বলে এসআই বাচ্চু মিয়া জানান।
তিনি বলেন, সজীবের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। হযরত আলীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।