মধ্যপ্রাচ্যে ঈদ ২৫ জুন: আইসিওপি

SHARE

eid-at-middle-east_84040ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,আন্তর্জাতিক প্রতিনিধি,১৯ জুন :  জ্যোতির্বিদদের হিসাব অনুসারে, ২৫ জুন মধ্যপ্রাচ্যে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উদযাপিত হবে।  আবুধাবীর ইসলামিক ক্রিসেন্ট অবজারভেশন প্রজেক্ট (আইসিওপি) সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, জ্যোতির্বিজ্ঞানের হিসাব মতে হিজরি ১৪৩৮ সালের ঈদ-উল-ফিতর হবে ২৫ জুন, রবিবার। তবে অধিকাংশ মুসলিম দেশে চাঁদ দেখার মাধ্যমে শাওয়াল মাস শুরু করাই শর্ত।

প্রতিষ্ঠানটির প্রধান মোহাম্মদ শওকত আব্দুল্লাহ বলেন, ‘শনিবার শাওয়ালের নতুন চাঁদ দেখা যাবে।’

জ্যোতির্বিদদের এ মতামতের পরেও শনিবার চাঁদ দেখা যাওয়া না যাওয়ার মধ্য দিয়ে সিদ্ধান্ত হবে ঈদ উৎসব পালনের।
-গলফ নিউজ