এই হামলা ‘গণতন্ত্রের ওপর আঘাত’: মির্জা ফখরুল

SHARE

fakhrul_press-briefing1_83960ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,চট্টগ্রাম প্রতিনিধি,১৮ জুন :  পাহাড় ধসের ঘটনার পর রাঙামাটি যাওয়ার পথে নিজের গাড়িবহরে হামলার ঘটনাকে ‘গণতন্ত্রের ওপর আঘাত’ হিসেবে বর্ণনা করেছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা সদরের ইছাখালী এলাকায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলার ওই ঘটনা ঘটে। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ প্রতিনিধি দলের বেশ কয়েকজন সদস্য আহত হন। ওই হামলার পর রাঙামাটি যেতে না পেরে চট্টগ্রামে ফিরে আসে মির্জা ফখরুলের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দলটি। পরে দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য যাচ্ছিলাম। মূল সড়ক বন্ধ থাকায় রাঙ্গুনিয়া, কাপ্তাই হয়ে যাচ্ছিলাম। পথে ৩০ থেকে ৪০ জন দুর্বৃত্ত লাঠিসোটা ও দেশি অস্ত্র নিয়ে গাড়িবহরে হামলা চালায়। তারা অনবরত পাথর নিক্ষেপ করে।

মির্জা ফখরুল বলেন, ‘আমার গাড়িটি বহরের সামনের দিকে ছিল। হামলায় গাড়ির কাচ ভেঙে যায়। আমার গাড়িতে থাকা চারজনই এ সময় আহত হয়। আমার বুকে-পিঠে পাথর লাগে। বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী, স্থায়ী সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমও আহত হয়েছেন।’

তিনি বলেন, ‘এ আঘাত ব্যক্তির উপরে নয়। এ আঘাত গণতন্ত্রের ওপর আঘাত। যারা মুক্ত চিন্তা করেন, তাদের প্রতি আঘাত।’

তিনি স্থানীয় সাংসদ আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদের লোকজনকে এই হামলার জন্য দায়ী করেছেন। অন্যদিকে হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নেতাদের গাড়ির ধাক্কায় দুই জন আহত হওয়ার পর স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটিয়েছে।

এই হামলা অবিশ্বাস্য মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের অবস্থা যদি এই হয়, সাধারণ মানুষের অবস্থা কী? আমি মনে করি, এ আক্রমণ গণতন্ত্রের উপর আক্রমণ। সুস্থ চিন্তার মানুষের প্রতি আক্রমণ।’

সংবাদ সম্মেলনে আমীর খসরু বলেন, “একদিকে দেশ ও জাতির সমস্ত রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার খর্ব করা হয়েছে। অন্যদিকে দুর্গত মানুষের পাশেও আমরা দাঁড়াতে পারব না। আপনি এখন ত্রাণও দিতে পারবেন না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আলম চৌধুরী, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম প্রমুখ।

সংবাদ সম্মেলন শেষে বিএনপির প্রতিনিধি দল ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।