তুরাগে তিন মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা

SHARE

Turag-Lash1ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৯ জুন : রাজধানীর তুরাগের কালিয়াটেক এলাকায় তিন মেয়েকে হত্যা করে আত্মহত্যা করেছেন এক মা। বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- মা রেহানা পারভীন (৩৪) এবং তার বড় মেয়ে শান্তা (১৩), মেঝো মেয়ে শেফা (৯) ও ছোট মেয়ে মুসাম্মিম (১)।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবে খোদা বলেন, ওই মা নিজে তিন শিশুকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার পর নিজে সিলিং এর সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

সৌজন্যে : বিডি প্রতিদিন