সন্ত্রাস মোকাবেলায় বাংলাদেশ-ব্রিটেন একসঙ্গে কাজ করবে

SHARE

212সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশ-যুক্তরাজ্য একসঙ্গে কাজ করবে। শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশ আরো নীবরভাবে পাশে থাকবে।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রি আবুল হাসান মাহমুদ আলী ও বিট্রিশ পররাষ্ট্রমন্ত্রি ফিলিপ হ্যামন্ড দ্বিপাক্ষিক আলোচনায় এসব ব্যাপারে একমত হয়েছেন। কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রিদের বৈঠক চলাচালে তারা দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হন।

এসময় বিট্রিশ পররাষ্ট্রমন্ত্রি সাম্প্রতিক সময়ে বেড়ে যাওয়া সন্ত্রাসবাদে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সুনির্দিষ্ট করে আইএস ও আলকায়েদার কার্যক্রম ছড়িয়ে পড়ার বিষয়টি নিয়ে কথা বলেন। এসময় তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে সব দেশের স্পষ্ট অবস্থানের গুরুত্ব আরোপ করেন।

বিট্রিশ মন্ত্রী শেখ হাসিনার সরকারের সন্ত্রাসবিরোধী অবস্থানের প্রশংসাও করেন। এসময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রি সন্ত্রাসবিরোধী অবস্থানে বাংলাদেশের সরকারের পাশে থাকায় ব্রিট্রিশ সরকারকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, বিএনপি জামায়াত জোট সাম্প্রতিক সময়ে দেশকে অস্থির করতে কিছু ঘটনা তৈরি করছে। তবে সরকার দৃঢ়ভাবে এসব মোকাবেলা করছে।