
এ প্রসঙ্গে শুভ চৌধুরী বলেন, ‘জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সি। তিনি আমার পছন্দের একজন শিল্পী। তার সঙ্গে গান গাইতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তার সঙ্গে গাওয়া দুটি গানই দারুণ হয়েছে। গান দুটির কথা ও সুর ভালো হয়েছে। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।’

‘ভালোবেসে’ অ্যালবামে মোট ৬টি গান রয়েছে। সবগুলো গান লিখেছেন গীতিকার সুবজ। এ অ্যালবামের দুটি গানে কণ্ঠ দিয়েছেন লুইপা। এই দুটি গান নিয়ে নির্মিত হবে মিউজিক ভিডিও। দেশের বাইরে এর দৃশ্যধারণের কাজ হবে বলে জানা গেছে।