সাবেক প্রধান উপদেষ্টা লতিফুর রহমান আর নেই

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৬ জুন : সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান মারা গেছেন।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর সমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

হাইকোর্টের অতিরিক্ত রেজিস্টার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, তার নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনের নির্বাচনে ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট নিরঙ্কুস সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসীন হয়।

জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয় ১ অক্টোবর ২০০১ সালে এবং লতিফুর রহমান ১০ অক্টোবর নতুন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে ক্ষমতা হস্তান্তর করেন।

প্রধান উপদেষ্টার দায়িত্ব হস্তান্তরের পর বিচারপতি লতিফুর রহমান তার উপদেষ্টা থাকাকালীন অভিজ্ঞতা নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দিনগুলি ও আমার কথা নামের একটি বই লিখেন।