
এসব অস্ত্র মজুদের সঙ্গে জড়িত সন্দেহ পুলিশ ৩জনকে আটক করেছে। তবে আটক ব্যক্তিদের নাম প্রকাশ করেনি পুলিশ। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মাহমুদুল ইসলাম জানান, গত বুধবার রকেট লঞ্চারসহ শরীফ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে নদীরপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হয়।
অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন।