ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,৩০ মে : প্রধানমন্ত্রীর নির্দেশে ঘূর্ণিঝড় মোরা’র আঘাতে ক্ষতিগ্রস্থদের জন্য জরুরি ভিত্তিতে ১ কোটি ৮৭ লাখ টাকার ত্রাণ দেয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
অাজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, এই মুহূর্তে প্রধানমন্ত্রী দেশের বাইরে রয়েছেন। তবে ঘূর্ণিঝড় মোকাবেলায় তিনি সংশ্লিষ্ট সব বিভাগকে তৎপর থাকার নির্দেশনা দিয়েছেন।
একই সঙ্গে এ বিষয়ে দলের নেতা-কর্মীদেরও নির্দেশনা দেয়া আছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ঘূর্ণিঝড় মোরা’য় ক্ষতিগ্রস্তদের সহায়তায় নৌবাহিনীর একটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দিয়েছে। সেনাবাহিনী ও বিমানবাহিনীও কাজ করছে।