ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৪ মে : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঝর্ণা দেখতে গিয়ে ছিনতাইয়ের কবলে পড়েছে ৮ শিক্ষার্থী। অস্ত্র টেকিয়ে তাদের কাছে থেকে আটটি মোবাইল, ক্যামরা ও মানিব্যাগ হাতিয়ে নেয় ছিনতাইকারীরা। মঙ্গলবার দুপুরে চবির কলা অনুষদের পেছনে মতি ঝর্ণা এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের কবলে পড়া শিক্ষার্থীরা হলেন- শান্তুনু, মুনতাছির, সিফাত, আশরাফ, আব্রাব, তানভির, তাহমিদ ও নয়ন। তারা হাজী মুহাম্মদ মহসিন উচ্চ বিদ্যালয় ও পুলিশ লাইন স্কুলের শিক্ষার্থীরা।
ছিনতাইয়ের শিকার তাহমিদ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সকালে আমরা আট বন্ধু মিলে ঘুরতে যাই। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান ঘুরে বেড়ানোর পর ঝর্ণা দেখতে যায়। ঝর্ণা দেখার এক মুহুর্তে হাতে কিরিচ নিয়ে ৮ থেকে ১০ জন মুখোশধারী আমাদের ঘিরে ফেলে। এসময় তারা আমাদের সবকিছু নিয়ে ছেড়ে দেয়। এ ঘটনা সম্পর্কে কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় ছিনতাইকারীরা। এ ব্যাপারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. আলী আজগর চৌধুরী জানান, বর্তমানে নিরাপত্তার কারণে ঝর্ণায় যাওয়া নিষিদ্ধ। তারা নিষেধ অমান্য করে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পথে না গিয়ে বিকল্প পথে যাওয়ায় ছিনতাইয়ের শিকার হয়েছে। বিষয়টি মৌখিকভাবে শুনেছি। এ ঘটনায় জড়িতদের পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।