রাবি শিক্ষার্থীকে মারধরের বিচার দাবিতে মানববন্ধন

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২২ মে : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িত কর্মচারীর বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অাজ সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীরা। কর্মসূচি শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে তারা। স্মারকলিপিতে কর্মচারীর বিচারসহ আরও তিনটি দাবি জানানো হয়। বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী দীপু কুমাররের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন মাস্টার্সের শিক্ষার্থী সাদ্দাম, লিটন, ওমর ফারুক সরকার প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, ‘একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর গায়ে হাত তোলার সাহস একজন সামান্য কর্মচারী কীভাবে পায়? তার পেছনে কারা আছে? আর এই বিষয়টি নিয়ে যখন প্রক্টরের কাছে যেয়েও কোন বিচার না পাওয়া যায় তখন আমাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।’ কর্মসূচিতে বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে উল্লিখিত দাবিগুলো হল- অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করা, বাসে বহিরাগতদের যাতায়াত নিষিদ্ধ করা। উল্লেখ্য, পূর্ব শত্রুতার জের ধরে গত বৃহস্পতিবার (১৮ মে) দুই শিক্ষার্থীকে মারধর করে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মচারী মো. সুমনুজ্জামান। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগও করেন ভুক্তভোগীরা। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।