‘বিদ্যুৎ ভোগান্তি কমতে আরো ৪ দিন সময় লাগবে’

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২২ মে : বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, বর্তমান বিদ্যুৎ ভোগান্তি কমতে আরো চারদিন সময় লাগবে। আশুগঞ্জে জাতীয় বিদ্যুৎ গ্রিডে যান্ত্রিক ত্রুটির কারণে গতকাল থেকে বিদ্যুতের এ সমস্যা তৈরি হয়েছে। আজ সোমবার দুপুরে সচিবালয় সম্মেলন কক্ষে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন। এসময় তিনি বলেন, এ ধরনের সমস্যা সৃষ্টি কোনো ব্যক্তির দ্বারা হয় না। দোষ সরকারের ওপর চাপানো সঠিক নয়। যান্ত্রিক ত্রুটির কারণে এ ধরনের সমস্যা হতেই পারে। তবে এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।

তিনি আরো বলেন, ‘এ ধরনের সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্য আমাদের আরো তিন বছর সময় লাগবে। আমরা যতদ্রুত সম্ভব তা সমাধানের চেষ্টা করছি। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। দেশে ট্রান্সমিটারের ব্যাপক ঘাটতি রয়ে গেছে। এর সমাধানের জন্য আমরা কাজ করছি। বিদ্যুৎ উন্নয়নে সরকারের পক্ষ থেকে যে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে তা পেতে শুরু করেছি। আশা করছি সেই অর্থ কাজে লাগিয়ে বিদ্যুৎ সমস্যার সমাধান দ্রুতই করা সম্ভব।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আশা করছি রমজানে বিদ্যুতের সমস্যা হবে না। আমরা বিগত যেকোনো সময়ের চেয়ে ভালো পরিস্থিতির দিকে যেতে পারবো।’

১৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বন্ধ আছে তাহলে আগামী চারদিনের মাঝে বিদ্যুতের সমস্যা সমাধান কিভাবে সম্ভব সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নজরুল হামিদ বলেন, ‘উত্তর ও পশ্চিমাঞ্চলে যেসব পাওয়ার প্লান্ট আছে সেগুলো আগামী চার পাঁচ দিনের মাঝে শুরু করে দিতে পারবো। তবে আমি তো এভাবে বলতে পারবো না যে একেবারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারবো।’ তিনি জানান, ‘গরমে বিদ্যুৎ ব্যবহার স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেড়ে যায় ফলে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক থাকছে না। আমরাও সেভাবেই পরিকল্পনা নিচ্ছি, আশা করছি সমাধান খুঁজে পাবো।’