চাঁদাবাজির অভিযোগ: মতিঝিল থানার ওসিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২১ মে : চাঁদাবাজির অভিযোগে রাজধানীর মতিঝিল থানার (ভারপ্রাপ্ত) পরিদর্শক (ওসি) ওমর ফারুকসহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ রবিবার দুপুরে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার আদালতে মতিঝিল থানা আওয়ামী জনতালীগের সহ-সভাপতি আবুবক্কর সিদ্দিক এ মামলা দায়ের করেন। মামলার অপর তিন আসামি হলেন- মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন, রকিব ও মোস্তাফিজ। অাদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগ থেকে জানা গেছে, চলতি মাসের ১০ তারিখে মামলার বাদীকে গ্রেফতার করে মতিঝিল থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় তার কাছে আসামিরা এক লাখ টাকা চাঁদা দাবি করেন।