বনানীতে ধর্ষণ মামলার অন্যতম আসামি নাঈম আশরাফ গ্রেফতার

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,১৭ মে : রাজধানীর বনানীর হোটেল রেইনট্রিতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার অন্যতম আসামি নাঈম আশরাফকে (হাসান মোহাম্মদ হালিম যার প্রকৃত নাম) গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার রাত পৌনে ৯টার দিকে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। আলোচিত এ মামলার প্রধান আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ ও অপর আসামি র‌্যাগনাম গ্রুপের কর্ণধারের ছেলে সাদমান সাকিফকে গত বৃহস্পতিবার সিলেট থেকে গ্রেফতার করা হয়। তারা বর্তমানে রিমান্ডে রয়েছেন।

অন্য দুই আসামি সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলীকে গত সোমবার ঢাকা থেকে গ্রেফতার করা হয়। তারাও বর্তমানে রিমান্ডে রয়েছে। অন্য চার আসামিকে গ্রেফতার করার পরও নাঈম আশরাফকে গ্রেফতার না করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। এ প্রেক্ষাপটে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল নাঈম পুলিশের নজরদারিতেই আছে।

প্রসঙ্গত, ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ এনে গত ৬ মে বনানী থানায় একটি মামলা দায়ের করেন দুই তরুণী। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৮ মার্চ পূর্বপরিচিত সাফাত আহমেদ ও নাঈম আশরাফ ওই দুই তরুণীকে জন্মদিনের দাওয়াত দেয়। এরপর তাদের বনানীর ‘কে’ ব্লকের ২৭ নম্বর সড়কের ৪৯ নম্বরে রেইনট্রি নামের হোটেলে নিয়ে যাওয়া হয়। এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, সেখানে দুই তরুণীকে হোটেলের একটি কক্ষে আটকে রেখে মাথায় অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ করে সাফাত ও নাঈম। এ ঘটনা সাফাতের গাড়িচালক বিল্লালকে দিয়ে ভিডিও করানো হয় বলেও উল্লেখ করা হয় এজাহারে। ধর্ষণ মামলার আসামিরা হলো- সাফাত আহমদ, নাঈম আশরাফ, সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল ও দেহরক্ষী আবুল কালাম আজাদ।