মেঘনা অভিমোখী বিআরটিসি বাস মদনপুরে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ॥ ২৫ জন যাত্রী আহত

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,মেঘনা প্রতিনিধি,০৩ মে : কুমিল্লা মেঘনা উপজেলায় বিআরটিসি পরিচালিত ড্রাইভারে গাফলতিতে মদনপুরে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ২৫ জন আহত। নিকটতম হাসপাতালে যাত্রীদের চিকিৎসা করা হয়। মাস্তানীভাবে এই বিআরটিসির বাসের সাথে জড়িতরা যে কোন দূঘটনা ঘটাতে পারে। মেঘনায় বিআরটিসি বাসের পরিচালনায় মাস্তান বাহিনীরা জড়িত বলে জানা গেছে। এরা যাত্রীদের সাথে খারাপ আচরনের অভিযোগ আছে।