ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৭ এপ্রিল : গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় চার স্কুল শিক্ষককে অপসারনের প্রতিবাদে ও তাদের পূনর্বহাল এবং প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা পৌণে ১১ টার দিকে আশরাফ টেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে। মহাসড়ক অবরোধে সড়কের উভয়পাশে তিব্র যানজটের কারনে ভোগান্তিতে পড়েন শত শত যানবাহনের যাত্রীরা। পুলিশ ও এলাকাবাসী জানায়, টঙ্গীর আশরাফ টেক্সটাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতিসহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের অপসারণ এবং দুই শিক্ষককে পুনর্বহালের দাবিতে সকাল সাড়ে ১০টার দিকে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা টঙ্গী বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেমে আসে। এক পর্যায়ে তারা পৌনে ১১টার দিকে মহাসড়কের এক পাশ অবরোধ করে। সড়ক অবরোধের পর থেকে ওই মহাসড়কে ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক নিজে দুর্নীতিগ্রস্থ। তিনি পরীক্ষার সময় শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নিয়েছেন। এর প্রতিবাদ করায় ওই চার শিক্ষককে অপসারন করা হয়। অপসারণকৃত শিক্ষকরা হলেন, আবু হারুন, আবু বকর সিদ্দিক, দুলাল এবং মজনু মিয়া। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার সাংবাদিকদের জানান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে দুপুর ১২টার দিকে ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ঘটনাস্থলে টঙ্গী থানা ও ট্রাফিক পুলিশ রয়েছে।