ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৭ এপ্রিল : আগামী দুই এক দিনের মধ্যেই স্বাভাবিক হবে ডলারের দাম। সেই সঙ্গে রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এখন থেকেই সরকার ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর এ কথা বলেন মন্ত্রী। চলতি মাসে ব্যবসায়ীদের সঙ্গে এ বিষয় নিয়ে বৈঠক করবেন বলেও জানান তোফায়েল আহমেদ। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, রোজার মাসে যাতে পণ্য মূল্য স্বাভাবিক থাকে, এই ব্যপারে বাংলাদেশ ব্যাংক দৃঢ় পদক্ষেপ গ্রহণ করছে। এরই মধ্যে ব্যাংক গুলোকে টাকা দিচ্ছে ডলার দিচ্ছে। ছোলা সহ রমজানের পণ্য চাহিদার থেকে বেশি আমদানি হয়েছে। সুতরাং বাজার স্বাভাবিক থাকবে এই বিষয়ে আমরা নিশ্চয়তা দিতে পারি। আর টিসিবির মাধ্যমে চিনি,ছোলা,মসুর,ডাল রমজানের পনের দিন পূর্বে শুরু হয়ে এক মাস পর্যন্ত চলবে।