মেহেরপুরে লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,মেহেরপুর প্রতিনিধি,২৬ এপ্রিল : মেহেরপুরে লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। জেলার বিভিন্ন লিচু বাগান ঘুরে এ চিত্র দেখা গেছে।

গাছে গাছে থোকায় থোকায় লিচু দেখা যাচ্ছে। গত বুধবারের বৃষ্টিতে লিচুতে মাংস লাগতে শুরু করেছে। আটি জাতের লিচুতে রং চড়তে শুরু করেছে। বোম্বাই, চায়না জাতের লিচু এখন গুটি হয়ে আছে।

স্থানীয় কৃষক রবিউল জানান, তার ৩০টি গাছে এবার পর্যাপ্ত লিচু এসেছে। লক্ষাধিক টাকার লিচু বিক্রি করতে পারবেন বলে আশা করছেন তিনি।

সদর উপজেলার কৃষক শরিফ জানান, তার বাগানের ৫০টি গাছের সবই আটি স্থানীয় মোজাফ্ফর জাতের লিচু। গত কয়েক বছরে এমন পরিপূর্ণ লিচু তিনি দেখতে পাননি বলে জানান।

এবার অনুকূল পরিবেশের কারণে লিচুর বাম্পার ফলন হবে। তাই ১৪ হাজার টন লিচু উৎপাদনের আশা করা যাচ্ছে। তিনি মনে করেন এবার মেহেরপুর জেলায় একশ’ কোটি টাকার লিচু বেচাকেনা হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এস এম মোস্তাফিজুর রহমান জানান, জেলায় ২ হাজার ২শ’ হেক্টর জমিতে লিচু বাগান আছে (নতুনভাবে গত দুই বছরে তৈরি বাগান এই হিসেবের বাইরে)। গত বছর ১২ হাজার টন লিচু উৎপাদন হয়।