
মামলার বাদী জানান, লাউপাড়া মাধ্যমিক বিদ্যালয় হতে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। বিদ্যালয় যাওয়া আসার পথে আবু সালেহর সাথে পরিচয় এবং প্রেমের সর্ম্পক হয়। শিক্ষার্থীর বাবার মৃত্যুতে তার মা রাণী বেগম বাড়ী প্রায়ই না থাকার সুযোগে বিভিন্ন সময় আবু সালেহ শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করে। সর্ব শেষ শনিবার সকালে শিক্ষার্থীর মা বাড়ীতে না থাকার সুযোগে আবু সালেহ তার বাড়ীতে এসে বেলা ১১টায় পূর্বের মত ধর্ষন করতে চাইলে শিক্ষার্থী বিয়ের কথা বলায় তার প্রস্তাবে রাজি হয়নি আবু সালেহ। পরে জোর করে আবু সালেহ ওই শিক্ষার্থীকে ধর্ষন করে। এ সময় শিক্ষার্থীর ছোট ভাই রাজিব ঘরে এসে পরলে আবু সালেহ পালিয়ে যায়। তালতলী থানার ওসি কমলেশ জানান, এ ব্যাপারে থানায় কেহ মামলা করতে আসেনি। তবে আদালতের আদেশ পেলে আইনগত ব্যবস্থা নেব। আসামী আবু সালেহর সাথে মুঠো ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।