ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৫ এপ্রিল : ২৫ এপ্রিল সকাল সাড়ে নয়টায় দাউদকান্দিতে বাংলাদেশ প্রান্তিক পোলট্রি খামার রক্ষা সমিতির মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেন স্থানীয় পোলট্্ির খামারীরা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি প্রেসক্লাব সমুক্ষে আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ প্রান্তিক পোলট্রি খামার রক্ষা সমিতির উদ্যোগে স্থানীয় পোলট্রি খামারীরা মানব বন্ধন করেন। পরে তারা প্রাণি সম্পদ মন্ত্রীর উদ্দেশ্যে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকতার নিকটতাদের ১০ দফা দাবি উল্লেখ করে একটি স্মারক লিপি প্রদান করেন।
এ সময়তাদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করে মানব বন্ধনে উপস্থিত হনকবি-কলামিস্ট ও সমাজকর্মী মো.আলীআশরাফ খান, সাংবাদিক আব্দুর রহমান ঢালী,শহিদ উল্লাহ সাদা, গৌরীপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ইয়ামিন, দাউদকান্দি হাইওয়ে থানার পুলিশ কর্মকর্তা নাসিরউদ্দিন, সাইফুলইসলাম স্বপন, রাজিব আহমেদ প্রমুখ।
বাংলাদেশের প্রান্তিক পোলট্রি খামাররা সমিতির জাতীয় সমন্বকারী কাজী মুস্তাফা কামাল’র আহ্বানে সাড়া দিয়ে উক্ত মানব বন্ধনে দাউদকান্দি উপজেলার বিভিন্ন প্রান্ত হতে অংশ নেন, ওই কমিটির সভাপতি আব্দুল মতিন বেপারী, সাধারণ সম্পাদক আলী নেওয়াজ ভূঁইয়া, সত্য প্রিয় দাস, কাজী রিপন, রিপন দাস, মতিন পাটোয়ারী, জাহাঙ্গির আলম, মামুন মিয়া, কৃষক নেতা ফয়েজ আহমেদ,হাকিম ভুইয়া , রফিকুল ইসলাম, মামুন মিয়া, সুমন সহ অন্যান্য খামারিরা।