ওয়ার্ল্ড ক্রাইম নিজস্ব বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৫ এপ্রিল : রাজধানীর নিউমার্কেট এলাকার একটি ছাপাখানা থেকে মুহাম্মদ ইকবাল বিন ফখরুল ইসলাম ওরফে ইকবাল হোসেন মুমিন ওরফে শায়খ ইকবাল নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। গতকাল রবিবার রাতে র্যাব-১০ এর একটি দল এ অভিযান চালায়। ইকবাল জঙ্গি সংগঠন নব্য জেএমবির তামিম-সারোয়ার গ্রুপের সক্রিয় সদস্য বলে র্যাবের দাবি। এ ছাড়া তিনি ২০০৫ সালে সারাদেশে একযোগে বোমা হামলা মামলার আসামি।
তারা আদালতে স্বীকারোক্তিতে বলেছে, শায়খ ইকবাল তাদের আধ্যাত্মিক নেতা। ইকবালই তাদের জঙ্গিবাদে উদ্বুদ্ধ হওয়ার জন্য আধ্যাত্মিক জ্ঞান, দীক্ষা ও প্রশিক্ষণ দিয়ে থাকে। এসব তথ্য যাচাইয়ে সত্যতা পেয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে ইকবালকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, শায়খ ইকবাল তার নাম পরিচয় গোপন করে রাজধানীর বিভিন্ন ছাপাখানায় জঙ্গিবাদে উদ্বুদ্ধ হওয়ার জন্য উস্কানিমূলক বই ছাপিয়ে তা সরবরাহ করে থাকেন। গ্রেফতারের সময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের অন্তত তিন হাজার পিস উস্কানিমূলক বই জব্দ করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যানুযায়ী কাটাবনের একটি দোকান থেকে আরও ৫০টি ও বাড্ডার একটি বাসা থেকে দুই হাজারের বেশি উস্কানিমূলক বই জব্দ করা হয়।
র্যাব-১০ এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, দেশব্যাপী একযোগে বোমা হামলা মামলায় গ্রেফতার হয়েছিল ইকবাল। জেল থেকে বেরিয়ে কিছুদিন আত্মগোপনে থাকলেও সম্প্রতি সে জঙ্গি সারোয়ার-তামিম গ্রুপে যুক্ত হয়। কিছু দিন আগে বাড্ডা এলাকা থেকে ওই গ্রুপের বেশ কয়েকজন জঙ্গিকে গ্রেফতার করা হয়।
র্যাবের অধিনায়ক বলেন, শায়খ ইকবালের কোনো ধর্মীয় শিক্ষা নেই। এসএসসি পরীক্ষায় ফেল করার পর কিছুদিন আরবি ভাষা শিক্ষা নিয়েছে। এরপরই পুরনো জেএমবিতে জড়ায়। সেখান থেকে সারোয়ার-তামিম গ্রুপে যুক্ত হয়।