ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,গাজীপুর প্রতিনিধি,২৪ এপ্রিল : গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ‘দেহ ব্যবসা’ বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে স্থানীয় মুসুল্লিরা বিক্ষোভ করেছেন। এ সময় তারা ইট পাটকেল দিয়ে কয়েকটি আবাসিক হোটেল ভাঙচুর করেন। এ ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ হয়ে যায়।
২১ এপ্রিল শুক্রবার দুপুর ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ বিক্ষোভের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে অসামাজিক কার্যকলাপ বন্ধের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
মাওনা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি আবদুল্লাহ বলেন, ‘বেশ কিছুদিন ধরে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন কয়েকটি বহুতল ভবন ভাড়া নিয়ে হোটেল নাম দিয়ে প্রশাসনের সহযোগিতায় ‘দেহ ব্যবসা’ চালাচ্ছিল কিছু লোক। এতে এলাকার উঠতি বয়সের ছেলেমেয়েরা বিপদের দিকে যাচ্ছিল। এ ঘটনার প্রতিবাদে এলাকার ধর্মপ্রাণ মুসুল্লীরা বিক্ষোভ করেন।’
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, ‘আবাসিক ভবন ভাড়া নিয়ে যদি কেউ অসামাজিক কার্যকলাপ চালায় তবে তাদের বিরুদ্বে ব্যবস্থা নেওয়া হবে।’
অসামাজিক কর্মকাণ্ডের বিষয়ে পুলিশ অবগত ছিল না। পুলিশের পক্ষ থেকে অসামাজিক কার্যকলাপ বন্ধের আশ্বাস দিলে তারা ঘটনাস্থল থেকে চলে যায় বলে জানান শ্রীপুর থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম।