ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৪ এপ্রিল : বর্তমানে বাংলাদেশে এক বছরের নিচে শিশুদের প্রথম টিকা গ্রহণের হার প্রায় ৯৯ শতাংশ। বাংলাদেশের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) শতভাগ সাফল্যের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্যে এমন চিত্রই উঠে এসেছে। এমন বাস্তবতায় অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ সোমবার থেকে ৩০ এপ্রিল পর্যন্ত পালিত হবে বিশ্ব টিকাদান সপ্তাহ ২০১৭।
‘বিশ্ব টিকাদান সপ্তাহ ২০১৭’ উদযাপন উপলক্ষে রবিবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিএর) কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ এ তথ্য জানান।
অনুষ্ঠানে লাইন ডাইরেক্টর, এমএনসিঅ্যান্ডএএইচ, ডা. মো. জাহাঙ্গীর আলম সরকার, প্রোগ্রাম ম্যানেজার, ইপিআাই অ্যান্ড সার্ভিল্যান্স, ডা. মো. শামসুজ্জামান এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে উচ্চ টিকাদান কভারেজ বজায় রেখে শিশু মৃত্যু ও পঙ্গুত্ব রোধকল্পে বিশেষ ভূমিকা রাখার জন্য বিশ্বে ইপিআই কর্মসূচির সাফল্য ব্যাপকভাবে স্বীকৃত ও সমাদৃত। ২০১৫ সালের জরিপের ফলাফল অনুযায়ী ইপিআই এর আওতায় ১ বছরের নিচের শিশুদের মাঝে প্রথম টিকা গ্রহণের হার প্রায় শতভাগ ৯৯। যা ১৯৮৫ সালে মাত্র ২ শতাংশ ছিল।
অনুষ্ঠানে অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, সরকারের নিবেদিত কর্মী বাহিনী ও উন্নয়ন সহযোগী সংস্থা সমূহের সমন্বয়ে ইপিআই ব্যাপক সাফল্য অর্জন করেছে। যার মধ্যে রয়েছে, ২০০৬ সালের নভেম্বর মাস থেকে দেশকে পোলিও মুক্ত অবস্থা বজায় রেখে ২০১৪ সালের মার্চ মাসে দক্ষিণ পূর্ব এশিয়ার অপরাপর দেশের সঙ্গে পোলিও মুক্ত সনদ অর্জন, ২০০৮ সালে মা ও নবজাতক ধনুষ্টংকার দূরীকরণ লক্ষমাত্রা অর্জন, ইপিআই কর্মসূচিতে নিয়মিত টিকাদান কার্যক্রমের আওতায় নতুন নতুন টিকা সংযোজন।